২০২৪ সালে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। প্রথমবারের মতো আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে জিতে নিয়েছেন সম্মানজনক ‘স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি।’
এই পুরস্কারের দৌড়ে বুমরাহ পেছনে ফেলেছেন ইংল্যান্ডের জো রুট, হ্যারি ব্রুক এবং অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেডকে। তিনি ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে এই মর্যাদাপূর্ণ খেতাব অর্জন করলেন। এর আগে রাহুল দ্রাবিড় (২০০৪), শচীন টেন্ডুলকার (২০১০), রবিচন্দ্রন অশ্বিন (২০১৬) এবং বিরাট কোহলি (২০১৭, ২০১৮) বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন।
২০২৪ সালে তিন ফরম্যাটেই দুর্দান্ত ছিলেন বুমরাহ। বিশেষ করে টেস্ট ক্রিকেটে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৫ টেস্টে ৩২ উইকেট নিয়ে তিনি ছিলেন ভারতের মূল অস্ত্র। পুরো বছরজুড়ে ১৩ টেস্টে শিকার করেছেন ৭১টি উইকেট, যা অন্য যেকোনো বোলারের চেয়ে বেশি। ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন ১১ টেস্টে ৫২ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন।
শুধু টেস্ট নয়, টি-টোয়েন্টিতেও ছিলেন দুর্দান্ত। ২০২৪ সালে ৮টি টি-টোয়েন্টি ম্যাচে ১৫ উইকেট শিকার করেন বুমরাহ। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন।
টেস্ট এবং টি-টোয়েন্টিতে বছরের সেরা পারফরমার হওয়ার পর এবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়ে ক্যারিয়ারের নতুন উচ্চতায় পৌঁছালেন জসপ্রীত বুমরাহ।