চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের স্পিন সহায়ক উইকেটের পুরো সুবিধা নিচ্ছেন ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী। তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ফাইনালের আগে তাকে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে নিউজিল্যান্ড দল।
গ্রুপ পর্বে কিউইদের বিপক্ষে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে বরুণ ৪২ রানে ৫ উইকেট নিয়ে বিধ্বংসী বোলিং করেছিলেন। ভারতের দেওয়া ২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড সেই ম্যাচে মাত্র ২০৫ রানে গুটিয়ে যায়। সেমিফাইনালেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ উইকেট তুলে নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি, বিশেষ করে ভারতের বিপজ্জনক প্রতিপক্ষ ট্রাভিস হেডকে আউট করে।
বরুণের বোলিং দক্ষতায় মুগ্ধ নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড তাকে বড় হুমকি হিসেবে দেখছেন। তিনি বলেন, “বরুণ দারুণ দক্ষ একজন বোলার। আগের ম্যাচেই সে আমাদের বিপক্ষে তার সামর্থ্য দেখিয়েছে। তাকে কীভাবে প্রতিহত করা যায়, সেই কৌশল নিয়ে আমরা গভীরভাবে ভাবছি।”
ভারতের স্পিন আক্রমণ নিয়েও উদ্বিগ্ন নিউজিল্যান্ড। প্রথম দুই ম্যাচে ভারত তিনজন স্পিনার নিয়ে খেললেও পরের দুই ম্যাচে চার স্পিনার খেলিয়েছে। ফাইনালেও ভারত একই পরিকল্পনা নিয়ে নামতে পারে বলে মনে করছেন কিউই কোচ।
গ্যারি স্টেড বলেন, “গত ম্যাচে আমাদের বিপক্ষে ৫ উইকেট নেওয়ার পর আমরা ধরে নিচ্ছি, বরুণ ফাইনালে খেলবে। সেই অনুযায়ী আমরা পরিকল্পনা সাজাচ্ছি।”
ফাইনালে স্পিনারদের প্রভাব থাকায় নিউজিল্যান্ড কীভাবে বরুণ চক্রবর্তীকে সামলাবে, সেটাই এখন আলোচনার মূল বিষয়। ভারতীয় স্পিন জালের ফাঁদে না পড়তে কিউইদের কৌশল কতটা সফল হবে, সেটাই দেখার বিষয়।