রংপুর রাইডার্সের বিপক্ষে ৮ উইকেটে হারের পর সমালোচনার কেন্দ্রবিন্দুতে ফরচুন বরিশাল। বিশেষ করে জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় রিশাদ হোসেনকে একাদশে না রাখা নিয়ে চলছে বিতর্ক।
সংবাদ সম্মেলনে এ বিষয়ে বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল বলেন, “রিশাদ আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে কম্বিনেশনের কারণে তাকে এখনো খেলানো হয়নি। মাত্র দুটি ম্যাচ শেষ হয়েছে, সামনে সে অবশ্যই সুযোগ পাবে।”
বিগ ব্যাশে খেলার প্রস্তাব পেলেও বিসিবির অনুমতি না পাওয়ায় সেখানে অংশ নিতে পারেননি রিশাদ। বরিশালের হয়ে এখনো মাঠে নামতে না পারা এই তারকার ভক্তরা তার একাদশে অন্তর্ভুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।