বরিশালে বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের ট্রফি উদযাপন অনুষ্ঠান বিশৃঙ্খলার কারণে অসম্পূর্ণ রয়ে গেছে। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি এবং নিরাপত্তাজনিত শঙ্কার কারণে মাত্র দুই-তিন মিনিট মঞ্চে থাকার পর ক্রিকেটারদের নামতে বাধ্য করা হয়। এতে ক্ষুব্ধ সমর্থকরা মঞ্চের আসবাবপত্র ভাঙচুর করেন।
এ ঘটনায় ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল কৃতজ্ঞতা প্রকাশ করলেও মঞ্চে বেশিক্ষণ থাকতে না পারার দুঃখ প্রকাশ করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি বলেন, “আমাদের পরিকল্পনা ছিল পুরো দলের সঙ্গে বরিশালের মানুষের সময় কাটানোর। আমরা চেয়েছিলাম সবাইকে ধন্যবাদ জানাতে, কিন্তু নিরাপত্তার কারণে তা সম্ভব হয়নি।”
তিনি আরও জানান, তাদের নিরাপত্তা টিম এক পর্যায়ে বাস ঘুরিয়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছিল, কারণ বাসের ওপর পর্যন্ত দর্শক উঠে গিয়েছিলেন। তবে বরিশালের মানুষের ভালোবাসার কারণে তারা সেটি করতে পারেননি।
সমর্থকদের প্রশংসা করে তামিম বলেন, “দেশ-বিদেশে অনেক দলে খেলেছি, কিন্তু ফরচুন বরিশালের মতো সমর্থক কোথাও দেখিনি। আপনাদের ভালোবাসা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল।”
উদযাপন অনুষ্ঠান বিশৃঙ্খলভাবে শেষ হলেও বরিশালের সমর্থকদের ভালোবাসা তামিম ও তার দলকে অভিভূত করেছে।