টলিপাড়ার জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত এবং ঋত্বিকা সেন। ২০১৪ সালে ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে একসঙ্গে পথচলা শুরু। তারপর ‘লাভ স্টোরি’ সিনেমায় তাদের রসায়ন মুগ্ধ করে দর্শকদের। তবে সেই বনির সঙ্গেই আর কখনো সিনেমায় কাজ করবেন না বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন ঋত্বিকা।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে বনির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, “বনির সঙ্গে প্রেম নিয়ে যা রটেছে তা কুরুচিকর। আমার সঙ্গে বনির কখনোই প্রেমের সম্পর্ক ছিল না। এগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে। আমার পারিবারিক শিক্ষা এসব নিয়ে কটূ কথা বলার অনুমতি দেয় না।”
ঋত্বিকা বলেন, “বহুদিন ধরে এসব গুজব চুপচাপ সহ্য করেছি। কিন্তু এবার আর চুপ থাকা সম্ভব নয়। বনি কোনোদিনই আমার প্রেমিক ছিল না। ওর সঙ্গে কাজ করার সময় এমন কিছু ঘটেনি যাতে মানুষ এই ধরণের ভিত্তিহীন কথা রটাবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, ভবিষ্যতে ওর সঙ্গে আর কাজ করব না।”
শৈশব থেকে অভিনয়ের জগতে পা রাখা ঋত্বিকা এখন পুরোদস্তুর নায়িকা। তার অভিষেক সিনেমা ছিল ‘১০০% লাভ’। এরপর ‘চ্যালেঞ্জ টু’, ‘বরবাদ’, ‘আর্শিনগর’-এর মতো জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন। শুধু বাংলা নয়, দক্ষিণী সিনেমাতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি।
ঋত্বিকার এই চূড়ান্ত বক্তব্য টলিপাড়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অভিনেত্রীর এই সাহসী অবস্থান তার ভক্তদের মন জয় করেছে। তবে বনির সঙ্গে এই দূরত্ব টলিউডের সিনেমায় কতটা প্রভাব ফেলবে, সেটি এখন সময়ই বলবে।