জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পর এবার বিপিএলেও নিজের দারুণ ফর্ম ধরে রেখেছেন নাইম শেখ। রংপুর রাইডার্সের বিপক্ষে ৬২ বলে ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলে বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। ধারাবাহিক পারফরম্যান্সের পেছনে কী রহস্য কাজ করছে? প্রেস বক্সে এমন প্রশ্নের উত্তরে নাইম জানান, কঠোর পরিশ্রম ও মানসিকতার পরিবর্তনই তার উন্নতির মূল চাবিকাঠি।
নাইম বলেন, “শেষ কয়েকটি টুর্নামেন্টে আমি শতভাগ দেওয়ার চেষ্টা করেছি। অফ-সিজনে কঠোর পরিশ্রম করেছি, যা মাঠে কাজে লাগছে।” তিনি বিশেষভাবে উল্লেখ করেন, জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট তার পারফরম্যান্সে বড় ভূমিকা রেখেছে।
ব্যাটিংয়ে পরিবর্তন আনার প্রসঙ্গে নাইম বলেন, “মানসিকতার পরিবর্তন ছাড়া ওপেনার হিসেবে বড় ইনিংস খেলা কঠিন। আগে অফ-স্পিনের বিপক্ষে সমস্যা হতো, কিন্তু এখন সুইপ ও রিভার্স সুইপ আয়ত্ত করে সেই দুর্বলতা কাটিয়ে উঠেছি।”
তিনি আরও জানান, তিন বছর আগে মুশফিকুর রহিম তাকে রিভার্স সুইপ নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছিলেন, যা তার ব্যাটিং সহজ করে তুলেছে। নাইম মনে করেন, ধারাবাহিক উন্নতির জন্য আরও বেশি টি-টোয়েন্টি টুর্নামেন্ট প্রয়োজন, যাতে তরুণ খেলোয়াড়রা নিজেদের তৈরি করতে পারে।