বলিউডের আলোচিত সিনেমা ‘আশিকী ৩’ নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা গুঞ্জন। এবার সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে পরিচালক অনুরাগ বসু জানিয়ে দিলেন ছবির নায়িকা হিসেবে থাকছেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। এর আগে শোনা যাচ্ছিল, এই ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে ‘অ্যানিমেল’ খ্যাত তৃপ্তি ডিমরিকে। তবে শেষ মুহূর্তে পরিবর্তন এনে তৃপ্তির পরিবর্তে শ্রীলীলাকে নেওয়া হয়েছে।
ছবির প্রথম পোস্টার ও প্রচার ঝলক ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। পোস্টারে কার্তিক আরিয়ানকে দেখা গেছে এলোমেলো চুল, মুখভর্তি দাড়ি-গোঁফ, আর হাতে একটি গিটার নিয়ে পরিচিত গান ‘তু মেরি জিন্দেগি হ্যায়’ গাইতে। পুরনো গানের সুরকে নতুন আঙ্গিকে ফিরিয়ে এনেছেন জনপ্রিয় সংগীত পরিচালক প্রীতম।
প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ ‘আশিকী’ ফ্র্যাঞ্চাইজির এই নতুন কিস্তিকে দর্শকদের জন্য এক বিশেষ উপহার হিসেবে আনতে চায়। রাহুল রায়-অনু আগরওয়াল থেকে শুরু করে শ্রদ্ধা কাপুর-আদিত্য রায় কাপুরের পর এবার কার্তিক ও শ্রীলীলার রসায়ন কেমন হয়, তা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
সিনেমা বিশেষজ্ঞদের মতে, ‘অ্যানিমেল’ ও ‘ভুলভুলাইয়া ৩’-এর পর পর দুটি ছবিতে তৃপ্তি ডিমরির উপস্থিতি দর্শকদের কাছে একঘেয়ে হয়ে যেতে পারে, সেই ভাবনা থেকেই পরিচালক এই সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, শ্রীলীলা ইতোমধ্যে ‘পুষ্পা ২’-এর ‘কিসিক গার্ল’ হিসেবে দর্শকদের নজর কেড়েছেন, যা তাকে বলিউডে পা রাখার আদর্শ সুযোগ করে দিচ্ছে।
প্রথম ঝলকেই বাজিমাত করেছে ‘আশিকী ৩’, এখন অপেক্ষা মুক্তির, যেখানে দেখা যাবে কার্তিক-শ্রীলীলার প্রেমের নতুন অধ্যায়!