ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে নিজের মতামত প্রকাশ করে থাকেন। কখনো তিনি সমালোচনার মুখে পড়েন, আবার কখনো প্রশংসিত হন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর চালায়। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার পক্ষে মত দিয়েছেন, আবার অনেকে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।
পরীমণি অবশ্য কোনো পক্ষ না নিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, “প্রতিহিংসা, প্রতিশোধ নাকি ক্ষমা? কোনটি শান্তি দেয়? আল্লাহ সবার মনকে শান্তি দান করুন, আমিন।”
এরপর আরেকটি পোস্টে তিনি লেখেন, “গায়ে আগুন লাগলে তো কলিজা ছিঁড়ে চিৎকার আসে। অন্তত সেই চিৎকারটা যেন কেউ গলা চেপে না ধরে।”
পরীমণির এই স্ট্যাটাসের পর তার পোস্টের কমেন্টবক্সে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে তাকে সমর্থন করেছেন, আবার অনেকে নেতিবাচক মন্তব্য করেছেন। যার ফলে পরে তিনি একটি পোস্ট মুছে ফেলতে বাধ্য হন।
এদিকে, বুধবার রাতভর চলা বিক্ষোভের পর বৃহস্পতিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে দেখা যায়, ধসে পড়া ছাদের ভাঙা অংশ থেকে রড সংগ্রহের চেষ্টা করছেন অনেকে। কেউ হাতুড়ি দিয়ে ভাঙা অংশ থেকে লোহা বের করার চেষ্টা করছেন, আবার কেউ পড়ে থাকা ইস্পাতের টুকরো কুড়িয়ে নিচ্ছেন।