ঢাকার অমর একুশে বইমেলা এবার উত্তপ্ত হয়ে উঠেছে অভিনেত্রী ও প্রকাশক সনজানা মেহেরানকে কেন্দ্র করে। তসলিমা নাসরিনের লেখা গল্পগ্রন্থ “চুম্বন” প্রকাশের পর থেকেই তিনি বিভিন্ন মহল থেকে হুমকি পাচ্ছিলেন। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, তাঁর প্রকাশনা সংস্থা “সব্যসাচী”-র স্টলে হামলার চেষ্টা করা হয়, আর তাঁর স্বামী শতাব্দী ভবকে পুলিশ হেফাজতে নিতে হয় জনরোষ থেকে রক্ষা করতে।
সনজানা আগে থেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন যে, তাঁর স্টলে হামলা হতে পারে। তাঁর আশঙ্কাই সত্যি হলো সোমবার সন্ধ্যায়, যখন একদল উত্তেজিত জনতা বইমেলা প্রাঙ্গণে তাঁর স্টল ঘিরে ফেলে। তবে সেই সময় তিনি স্টলে ছিলেন না; শুভাকাঙ্ক্ষীরা তাঁকে সরিয়ে নিয়েছিলেন নিরাপদ স্থানে। তাঁর স্বামী শতাব্দী ভব দোকান রক্ষা করতে চেষ্টা করলেও শেষ পর্যন্ত পুলিশ তাঁকে উদ্ধার করে নিরাপত্তার জন্য হেফাজতে নেয়।
এ ঘটনায় সনজানার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গেছে, গত কয়েক দিনে তিনি একাধিক হুমকির শিকার হয়েছেন। এমনকি কিছু প্রভাবশালী মহল তসলিমার বই সরিয়ে নেওয়ার জন্যও অনুরোধ করেছিল। পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠায় সোমবার সন্ধ্যায় তিনি ঘোষণা করেন যে, তিনি বইটি সরিয়ে নিচ্ছেন, কিন্তু তাতেও রক্ষা পাননি। তাঁর স্টল ভাঙচুরের চেষ্টা চলে, যা কোনোভাবে কিছু শুভবুদ্ধিসম্পন্ন মানুষের সহায়তায় আপাতত রক্ষা পেয়েছে।
প্রতি বছর তসলিমা নাসরিনের বই প্রকাশ করে থাকেন সনজানা, এবং সে জন্য বিভিন্ন মহল থেকে হুমকির সম্মুখীন হলেও এত বড় আক্রমণের সম্মুখীন তিনি কখনও হননি। এবারের পরিস্থিতি এতটাই জটিল যে, সনজানাকে অজ্ঞাত স্থানে নজরবন্দি রাখা হয়েছে। তাঁর প্রকাশনা সংস্থার ভবিষ্যৎ কী হবে এবং স্টল আবার খোলা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।