ফ্রান্স জাতীয় ফুটবল দলে ফিরছেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবেন তিনি। দলটির প্রধান কোচ দিদিয়ের দেশম নিশ্চিত করেছেন এই খবর।
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচে অনুপস্থিত ছিলেন এমবাপে। গত অক্টোবরে এবং নভেম্বরে নেশন্স লিগে ফ্রান্সের দলে ছিলেন না এই ফরাসি তারকা। তবে এবার দলে ফেরার বিষয়টি নিশ্চিত করলেন দেশম।
ফরাসি সংবাদমাধ্যম ‘এল ইকুইপ’-এর সঙ্গে আলাপকালে দেশম বলেন, “অবশ্যই সে আমাদের দলের অংশ। সে সব সময়ই আমাদের সঙ্গে ছিল। মাঝে কিছু কারণ ছিল যার জন্য খেলতে পারেনি, তবে এখন পুরোপুরি প্রস্তুত।”
এমবাপের ফিটনেস ও মানসিক প্রস্তুতি নিয়েও আশাবাদী দেশম। তিনি বলেন, “সে সব সময় আমাদের সঙ্গে যুক্ত ছিল, এমনকি কঠিন সময়েও। এখন সে সম্পূর্ণ ফিট এবং সেটা তার খেলায়ও প্রতিফলিত হবে।”
২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড ইতোমধ্যে ফ্রান্সের হয়ে ৮৬টি ম্যাচ খেলেছেন। এবার নতুন অধ্যায়ে তার প্রত্যাবর্তন দলকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।