দেশের শীর্ষ দুই আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকী কোনো অনুমতি ছাড়াই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। গত শনিবার তারা দেশ ছাড়েন। তবে ফেডারেশন বা জাতীয় দলের কোচ মার্টিন ফ্রেডরিখ এ বিষয়ে কিছুই জানেন না।
২০২১ সালে যুক্তরাষ্ট্রে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার ভিসা ব্যবহার করেই তারা দেশ ছেড়েছেন। পারফরম্যান্সের কারণে রোমান ক্যাম্পের বাইরে থাকলেও দিয়া সক্রিয় ছিলেন ক্যাম্পে। ফেডারেশনের অনুমতি ছাড়া বিদেশ যাত্রায় তৈরি হয়েছে নানা প্রশ্ন।