চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একের পর এক চোখধাঁধানো ক্যাচ নিয়ে আলোচনার কেন্দ্রে নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। ব্যাটিং কিংবা বোলিং নয়, এবার ফিল্ডিং দক্ষতা দিয়েই তিনি মাতিয়ে তুলেছেন ক্রিকেট বিশ্বকে।
রোববার দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে আরও একবার অবিশ্বাস্য ক্যাচ নিয়ে ভারতীয় ব্যাটার শুভমান গিলকে ফিরিয়ে দেন ফিলিপস। ভারতের উদ্বোধনী জুটি যখন দুর্দান্ত খেলছিল, ঠিক তখনই নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনারের বলে শর্ট এক্সট্রা কভারে দুর্দান্ত এক ক্যাচ নেন তিনি।
গিলের ব্যাট থেকে বের হওয়া বলটিকে নজরবন্দি করে বাজপাখির মতো উড়ে গিয়ে তালুবন্দি করেন ফিলিপস। মাথার ওপর দিয়ে উড়ে যাওয়া বলটি লুফে নিতে তার সময় লেগেছে মাত্র ০.৭৮ সেকেন্ড। এই ক্যাচ দেখে অনেকেই প্রশ্ন তুলছেন— তিনি কি মানুষ, নাকি অন্য কোনো গ্রহের সুপার অ্যাথলেট!
ফিলিপসের জন্য এটি নতুন কিছু নয়। এর আগেও গ্রুপ পর্বে বিরাট কোহলির ক্যাচ নিয়ে তাক লাগিয়েছিলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও মোহাম্মদ রিজওয়ানের একটি শট ধরে ক্রিকেটপ্রেমীদের বিস্মিত করেছিলেন কিউই এই অলরাউন্ডার।
চলতি আসরে ফিলিপসের হাতে আসা পাঁচটি ক্যাচের সবগুলোই সফলভাবে তালুবন্দি করেছেন তিনি। এর মধ্যে তিনটিকে ইতোমধ্যেই আসরের সেরা ক্যাচের তালিকায় রাখা হচ্ছে। তার এই অনবদ্য ফিল্ডিং ক্রিকেট ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।