ফুটবল ফিকশ্চারের সমস্যার প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। তিনি জানিয়েছেন, বর্তমানে ফুটবলের পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে, প্রতিটি ক্লাবকে ৪০ খেলোয়াড়ের বিশাল স্কোয়াড তৈরি করতে হবে, তবে তাও সম্ভব হলে ক্লাবগুলো দেউলিয়া হয়ে যেতে পারে।
গার্দিওলা বলেন, বর্তমান ফুটবল ক্যালেন্ডার ক্রমাগত বিপদের দিকে যাচ্ছে, যেখানে ম্যাচের সংখ্যা বেড়েই চলেছে। সিটি গত মৌসুমে ৫৯টি ম্যাচ খেলেছে, চলতি মৌসুমে ৩৮টি ম্যাচ শেষ হয়েছে এবং আরও ১৯টি ম্যাচ নিশ্চিত হয়ে গেছে। যদি সিটি এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালে পৌঁছায়, তবে ম্যাচ সংখ্যা ৭১ পর্যন্ত পৌঁছাতে পারে।
এই চাপের কারণে খেলোয়াড়দের শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছে। গার্দিওলা বলেন, ‘কেবল ম্যানসিটি নয়, আর্সেনাল, টটেনহ্যাম এবং লিভারপুল ছাড়া প্রায় সব বড় দলই ইনজুরির শিকার।’ তিনি আরও জানান, ফিকশ্চারের পরিমাণ কমানোর কোনো উপায় দেখা যাচ্ছে না। তার মতে, একমাত্র সমাধান হল ৪০ জনের স্কোয়াড, কিন্তু এই স্কোয়াড গঠন ক্লাবগুলোর জন্য একেবারে অসম্ভব, কারণ এত খেলোয়াড়ের বেতন এবং ট্রান্সফার খরচের জন্য ক্লাবগুলো দ্রুত দেউলিয়া হয়ে যাবে।