নিউজিল্যান্ডের জন্য ফাইনাল যেন এক দুঃস্বপ্নের নাম। বারবার শিরোপার একদম কাছাকাছি পৌঁছেও ট্রফি ছুঁতে ব্যর্থ হচ্ছে কিউইরা। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও সেই একই চিত্র। দুবাইয়ে ভারতের বিপক্ষে ৪ উইকেটের পরাজয়ে আরও একবার খালি হাতে ফিরতে হলো তাদের।
গত ১৬ বছরে আইসিসির সাতটি বড় টুর্নামেন্টে চারবার ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড, কিন্তু প্রতিবারই তাদের শিরোপা স্বপ্ন ভেঙে গেছে। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার কাছে, ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে সুপার ওভারে, ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এবং এবার ভারতের বিপক্ষে হার, সব মিলিয়ে শিরোপার দ্বারপ্রান্তে এসেও কিউইদের ভাগ্যে জোটেনি সাফল্য।
তবে একবারই আইসিসি ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল নিউজিল্যান্ড। ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টে শিরোপা জিতেছিল তারা। কিন্তু দুই দশকেরও বেশি সময় পেরিয়ে সেই ভারতই এবার তাদের শিরোপা স্বপ্ন ভেঙে দিল। ফাইনালে বারবার হেরে যাওয়ার এই ধারা ভাঙতে না পারাটা নিউজিল্যান্ডের জন্য বড় হতাশার বিষয় হয়ে রইল।