বড় মঞ্চে অভিজ্ঞতার কী গুরুত্ব, সেটাই দেখিয়ে দিলেন তামিম ইকবাল। টানা দ্বিতীয়বার ফরচুন বরিশালকে বিপিএল শিরোপা এনে দেওয়ার পাশাপাশি ফাইনালের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি।
চিটাগং কিংসের দেওয়া ১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বরিশাল জয় ছিনিয়ে নেয় দারুণ উত্তেজনাপূর্ণ এক ম্যাচে। দলের জয়ের মূল ভিত্তি গড়ে দেন অধিনায়ক তামিম ইকবাল, যিনি ২৯ বলে ৯টি চারের সঙ্গে ১টি ছক্কা হাঁকিয়ে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তার ব্যাটিংয়েই জয়ের ভিত পায় বরিশাল।
অন্যদিকে, পুরো টুর্নামেন্টজুড়ে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার নেতৃত্বে খুলনা পৌঁছে গিয়েছিল প্লে-অফে। ব্যাট হাতে ১৪ ম্যাচে ২৭.৩০ গড়ে ৩৫৫ রান করার পাশাপাশি ১৩২.৯৫ স্ট্রাইক রেট ছিল মিরাজের।
শুধু ব্যাটিং নয়, বোলিংয়েও নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন তিনি। ৭.৭১ ইকোনমিতে ১৩ উইকেট শিকার করে অলরাউন্ড পারফরম্যান্সের মাধ্যমে আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার নিজের করে নিয়েছেন মিরাজ।