ফরিদপুরের গেরদা এলাকায় মঙ্গলবার দুপুরে একটি ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে পড়ে গিয়ে পাঁচজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান, আর বাকি দুজন হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়। দুর্ঘটনাটি ঘটেছে ফরিদপুর সদরের রাজবাড়ী-ভাঙ্গা লেভেলক্রসিংয়ে। নিহতরা হলেন নারায়ণগঞ্জের মামুন চৌধুরী, তার স্ত্রী ফাহমিদা শারমীন, হাসিব জহিরের স্ত্রী সাজিয়া সাজু, সাইদ ভূঁইয়ার স্ত্রী আতিফা রহমান এবং আলমগীর হোসেনের স্ত্রী উম্মে তানসুমা রিনতু। তারা সবাই নিকটাত্মীয় ছিলেন।
জানা যায়, গেরদা থেকে একটি সড়ক রেলপথ অতিক্রম করে মুন্সিবাজার এলাকায় মিলেছে এবং সেখানে একটি অবৈধ লেভেলক্রসিং রয়েছে। দুর্ঘটনাটি ঘটেছিল মধুমতী এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে, যা খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল। মাইক্রোবাসটি গেরদা থেকে মুন্সিবাজারের দিকে যাচ্ছিল এবং দুপুর সোয়া ১২টার দিকে ট্রেনটির সঙ্গে ধাক্কা খায়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তিনটি মৃতদেহ উদ্ধার করেন এবং মাইক্রোবাসটি খাদে পড়ে যাওয়ার পর সেটি উদ্ধার করা হয়। জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা এবং পুলিশ সুপার আবদুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসন নিহতদের দাফনের জন্য সমস্ত খরচ বহন করবে বলে জানিয়েছে।
এদিকে ফরিদপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার জানিয়েছেন, গেরদায় অনুমোদিত কোনো লেভেলক্রসিং নেই এবং এ ধরনের অবৈধ লেভেলক্রসিংয়ের কারণে দুর্ঘটনাগুলি বেড়ে চলেছে। দুর্ঘটনার পর ময়নাতদন্ত ছাড়াই নিহতদের পরিবারের হাতে লাশ হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় রাজবাড়ী রেলওয়ে থানায় মামলা হয়েছে।