ভারতের বিপক্ষে এএফসি বাছাইপর্বের ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছিল বাংলাদেশ দল। আনুষ্ঠানিক ফটোসেশনে ছিলেন ২৭ জন ফুটবলার, অনুশীলনেও অংশ নিয়েছিলেন সবাই। তবে নিয়ম অনুযায়ী চূড়ান্ত স্কোয়াডে থাকতে পারবে মাত্র ২৩ জন। শেষ মুহূর্তে ফ্লাইট ধরার আগে বাদ পড়লেন তিনজন—আরিফ, পিয়াস আহমেদ নোভা ও তাজ উদ্দিন।
এই তিন ফুটবলার ভারত সফরের স্বপ্ন দেখলেও রাতে ব্যাগ গুছানোর সময়ই জানতে পারেন, তারা যাচ্ছেন না। তাদের বাদ পড়ার পর ২৪ জনের দল দাঁড়ালেও কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এখনো চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেননি। অর্থাৎ, আরও একজনকে বিদায় নিতে হতে পারে ম্যাচের আগেই।
প্রাথমিকভাবে কোচ ৩০ জনকে ডেকেছিলেন ক্যাম্পে। নতুন ডাক পাওয়া চারজনের মধ্যে দুজন শেষ পর্যন্ত সুযোগ পাননি। ইতালিয়ান বংশোদ্ভূত ফাহমিদুল ইসলামকে তো ঢাকায়ই আনেননি কোচ, তিনি সরাসরি ইতালি ফিরে গেছেন। তবে নতুনদের মধ্যে হামজা চৌধুরী ও আল আমিন জায়গা ধরে রেখেছেন।
এই মুহূর্তে ২৪ জনের দল প্রস্তুত থাকলেও, ম্যাচের আগে আরও একজন বাদ পড়তে পারেন। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে লড়াইয়ের জন্য চূড়ান্ত ২৩ জনের তালিকায় কারা থাকছেন।