১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের আগে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। পিঠের চোটের কারণে দলের অন্যতম সেরা পেসার এনরিখ নরকিয়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। এই দুঃসংবাদ নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
৩১ বছর বয়সী নরকিয়া গত বছরের জুনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ দিয়ে তার জাতীয় দলে ফেরার কথা ছিল। ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও। কিন্তু চলমান এসএ-২০ টুর্নামেন্টে অনুশীলনের সময় পায়ের আঙুল ভেঙে যাওয়ায় দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।
নরকিয়ার ইনজুরির বিষয়ে সিএসএ জানায়, ৫০ ওভারের এই টুর্নামেন্টের আগেই তার পুরোপুরি সেরে ওঠার কোনো সম্ভাবনা নেই। দলটির কোচ রব ওয়াল্টারও চোটের আগে তাকে নিয়ে আশাবাদী ছিলেন। তবে চোটের কারণে দক্ষিণ আফ্রিকার অন্যতম প্রধান বোলিং অস্ত্রটি হারিয়ে গেছে।
নরকিয়ার পরিবর্তে এখনো কোনো খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি দক্ষিণ আফ্রিকা। তবে তরুণ পেসার জেরাল্ড কোয়েটজেকে দলে জায়গা দেওয়ার সম্ভাবনা বেশি। কোয়েটজে কুঁচকির চোট কাটিয়ে এসএ-টোয়েন্টি টুর্নামেন্টে ফিরেছেন এবং নিজেকে ফিট প্রমাণ করেছেন।
সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকান পেসারদের জন্য সময়টা মোটেও ভালো যাচ্ছে না। চোটের কারণে একাধিক বোলার দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে রয়েছেন। নরকিয়া ছাড়াও লুঙ্গি এনগিডি, উইয়ান মুল্ডার, নান্দ্রে বার্গার, এবং লিজাড উইলিয়ামস চোটের ধাক্কায় ভুগছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের করাচিতে। ২১ ফেব্রুয়ারি করাচিতেই আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। ‘বি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হলো ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
দক্ষিণ আফ্রিকার এই ইনজুরি সংকট তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির পথ কঠিন করে তুলতে পারে। এখন দেখার বিষয়, বিকল্প খেলোয়াড় দিয়ে তারা কেমন পারফরম্যান্স করতে পারে।