শ্রীলেখা মিত্র, যে নামটি সবসময় খবরের শিরোনামে থাকে, এবারও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। নিজের প্রেম এবং বিয়ে নিয়ে তিনি জানিয়েছেন, যদিও তিনি প্রেমে পড়তে চান, তবে বিয়ে করার ইচ্ছা তার নেই।
শ্রীলেখা বলেন, “প্রেমে পড়তে চাই, তবে বিয়ে করতে চাই না। এখনও আমার জীবনে একটা ইউনিট আছে, যেখানে আমি, আমার প্রাক্তন স্বামী এবং আমার মেয়ে আছি। এই ইউনিটটি আমি ভাঙতে চাই না।”
তিনি আরও জানান, প্রাক্তন স্বামী প্রসঙ্গে তাঁর কোনো খারাপ অভিজ্ঞতা নেই এবং তিনি কখনও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে খারাপভাবে কথা বলেননি। কিন্তু বুম্বাদার পছন্দের তালিকায় তিনি ছিলেন না, এমনও জানান তিনি।
এছাড়া, শ্রীলেখা কুকুর ভালোবাসা শর্তে প্রেমে পড়তে চান, তবে বিয়ের ব্যাপারে তার আপত্তি স্পষ্ট। শ্রীলেখা মিত্রের অভিনীত “মায়ানগর” ছবিটি দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে এবং তার অভিনয়ের দক্ষতা নতুন করে আলোচিত হচ্ছে।