দেড় বছরের প্রেমের সম্পর্কের পর সম্পর্ক ভেঙে দেওয়ার ফলে নাটোরের গুরুদাসপুর উপজেলায় প্রেমিক মেহেদী হাসান (২৮) বিষপান করেছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নাটোরের ধারাবারিষা সরকারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। প্রেমিকা তাকে মোবাইল ফোনে সম্পর্কের অবসান জানালে মেহেদী শোকে বদ্ধ হয়ে বিষপান করার সিদ্ধান্ত নেন।
প্রেমিকা তাকে ভুলে যেতে বললে মেহেদী পকেট থেকে কীটনাশকের বোতল বের করে তার সামনে অর্ধেক পান করেন। প্রেমিকা তাকে সাহায্য না করায় মেহেদী রাস্তার পাশে পড়ে যান। পথচারীরা তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রেমিকার সাথে কথা বলার পরেই মেহেদী বিষপান করেন। তার প্রেমিকা কোনো সহানুভূতি না দেখিয়ে বাড়ি চলে যান। মেহেদী বলেন, দীর্ঘদিনের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতি ভেঙে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।