কাগজে-কলমে শক্তির দিক থেকে প্রায় সমান হলেও মাঠের লড়াইয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব লিজেন্ডস অব রূপগঞ্জের সামনে দাঁড়াতেই পারেনি। ব্যাটিং ব্যর্থতায় ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে তারা।
বিকেএসপির ৪ নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক। ওপেনার নাইম শেখ ছাড়া দলের অন্য ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দেন। আগের ম্যাচে ১৭৬ রান করা নাইম আজও দলের হাল ধরেন, ৮৩ বলে ৫ ছক্কা ও ৪ বাউন্ডারিতে ৮১ রানের লড়াকু ইনিংস উপহার দেন। কিন্তু বাকিদের ব্যর্থতায় দল বড় সংগ্রহ গড়তে পারেনি।
সাব্বির হোসেন (৭), জাকির হাসান (৯), শাহাদাত হোসেন দিপু (২০), শামীম পাটোয়ারী (১১) ও অধিনায়ক ইরফান শুক্কুর (৪) কেউই দলকে ভরসা দিতে পারেননি। ফলাফল, মাত্র ১৫২ রানেই অলআউট হয়ে যায় প্রাইম ব্যাংক।
লিজেন্ডস অব রূপগঞ্জের বোলারদের মধ্যে সবচেয়ে ভয়ংকর ছিলেন অফস্পিনার সাইফ হাসান। যদিও তিনি সাধারণত পার্ট-টাইম স্পিনার হিসেবে পরিচিত, তবে আজ তার ঘূর্ণি জাদুতে কাবু হন প্রাইম ব্যাংকের ৪ ব্যাটার। তিনি ৩৭ রানে ৪ উইকেট তুলে নেন। পেসার তানজিম সাকিব ৩টি, আর শরিফুল ইসলাম, শেখ মেহেদী ও তানভীর ইসলাম একটি করে উইকেট নেন।
মাত্র ১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জের কোনো সমস্যাই হয়নি। বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম বিধ্বংসী ব্যাটিং করেন। ৪৯ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংসে ৫টি ছক্কা ও ৭টি চারের মার ছিল।
সাইফ হাসান (১৬) দ্রুত ফিরে গেলেও সৌম্য সরকার দায়িত্ব নেন। ওয়ান ডাউনে নেমে ৪০ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫০ রান করে দলকে জয় এনে দেন। মাহমুদুল হাসান জয় অপরাজিত থাকেন ১৪ রানে।
২৩.২ ওভারেই ১৫৪ রান করে ৮ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে লিজেন্ডস অব রূপগঞ্জ। এই জয়ে দলটি টুর্নামেন্টে আরও শক্ত অবস্থানে চলে গেল। অন্যদিকে, প্রাইম ব্যাংকের জন্য ম্যাচটি একেবারে ভুলে যাওয়ার মতো!