বাংলাদেশের পরাজয়ের প্রধান কারণ কী? দলের বাজে ব্যাটিং নাকি একাদশ নির্বাচনের ভুল? ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটারদের দায়ী করলেন। তার মতে, প্রথম ১০ ওভারের ব্যাটিং বিপর্যয়ই দলকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।
দুবাইয়ে টসে জিতে ব্যাট করতে নেমে ৮.৩ ওভারের মধ্যেই ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সেই সময় জাকের আলির ক্যাচটি রোহিত শর্মা নিতে পারলে পরিস্থিতি আরও করুণ হতে পারত। তবে সৌভাগ্যবশত রোহিত ক্যাচটি নিতে ব্যর্থ হন। এরপর তাওহিদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরি (১০০) ও জাকের আলির ৬৮ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ২২৮ রানের সংগ্রহ গড়ে।
তবে এই পুঁজি নিয়ে লড়াই করতে ব্যর্থ হয় বাংলাদেশ। ভারত মাত্র ৬ উইকেট হারিয়ে সহজেই জয় তুলে নেয়।
ম্যাচ শেষে শান্ত বলেন, ‘আমাদের ব্যাটিংয়ের শুরুর ১০ ওভারই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। এতটা খারাপ শুরুর পর ফিরে আসা খুব কঠিন। তবে হৃদয় ও জাকের যেভাবে লড়েছে, তা প্রশংসার যোগ্য। ফিল্ডিংয়েও আমাদের ভুল ছিল, ক্যাচ ও রানআউটের সুযোগ হাতছাড়া করেছি।’
তবে একাদশে বাড়তি স্পিনার না রাখার সিদ্ধান্ত সঠিক ছিল বলে মনে করেন শান্ত। তার মতে, নতুন বলে দ্রুত উইকেট তুলে নিতে পারলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত।