সাধারণত বিশ্বকাপের আগে ট্রফি ট্যুরের আয়োজন করা হয়, তবে এবার প্রথমবারের মতো সেই ধারাকে অনুসরণ করছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আসন্ন আসরের আগে ট্রফিটি ভারতের ৯টি শহরে ভ্রমণ করবে, যার নেতৃত্বে থাকবে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলের এবারের আসর শুরু হবে ২১ মার্চ, তবে তার আগে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ট্রফি ট্যুর, যা শেষ হবে ১৬ মার্চ। এই সফরে ট্রফিটি গুয়াহাটি, ভুবনেশ্বর, জামশেদপুর, রাঁচী, গ্যাংটক, শিলিগুড়ি, পাটনা, দুর্গাপুর হয়ে কলকাতায় পৌঁছাবে।
এই ট্যুরের মাধ্যমে ভক্তদের ট্রফির কাছাকাছি যাওয়ার সুযোগ দেওয়া হবে। ট্রফির সঙ্গে ছবি তোলা এবং বিভিন্ন খেলায় অংশ নেওয়ার সুযোগ থাকবে, যেখানে জয়ের পুরস্কারও থাকছে। তবে ট্রফির সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের কোনো ক্রিকেটার থাকবেন কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি।
আইপিএলে প্রথমবারের মতো এমন আয়োজন ভক্তদের মধ্যে দারুণ উদ্দীপনা তৈরি করেছে। আসন্ন আসর শুরুর আগে ট্রফি ট্যুর বাড়তি আকর্ষণ হিসেবে ধরা দেবে ক্রিকেটপ্রেমীদের জন্য।