আলোচিত চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিলসহ ছয়জন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় খালাস পেয়েছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ মামলাটি প্রত্যাহারের আবেদনের ভিত্তিতে তাদের খালাস দেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী শাফিল নাওয়াজ চৌধুরী দুই পক্ষের মধ্যে আপোষ-মীমাংসার বিষয়টি নিশ্চিত করে মামলা প্রত্যাহারের আবেদন করেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে মামলাটি ফৌজদারি কার্যবিধির ২৪৮ ধারায় খারিজ করে দেন।
এ মামলায় অনন্ত জলিল ছাড়াও খালাস পাওয়া অন্য আসামিরা হলেন পোলো কম্পোজিট নিট ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক জাহানারা বেগম, ফাইন্যান্স পরিচালক মো. শরীফ হোসাইন, সহকারী ব্যবস্থাপক সাকিবুল ইসলাম, সিনিয়র মার্চেন্ডাইজার মো. মিলন এবং বাজেট অ্যান্ড অডিট বিভাগের প্রধান শহিদুল ইসলাম।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর ব্যবসায়ী শাফিল নাওয়াজ চৌধুরী প্রতারণার অভিযোগে অনন্ত জলিলসহ ছয়জনের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, ২০২২ সালের অক্টোবরে পোলো কম্পোজিট কোম্পানি শাফিল নাওয়াজের প্রতিষ্ঠানকে গার্মেন্টস সম্পর্কিত কাজের অর্ডার দেয়। কাজ শেষে টাকা চাওয়া হলে অভিযুক্তরা এলসি (লেটার অব ক্রেডিট) দেওয়ার আশ্বাস দেন। কিন্তু ২০২৩ সালের মার্চ পর্যন্ত কাজ বুঝিয়ে দেওয়ার পরও প্রায় ২৯,২০০ ডলার পরিশোধ করা হয়নি।
পরে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি তদন্তের নির্দেশ দেন। তদন্তে প্রতারণার অভিযোগের সত্যতা মিললেও দুই পক্ষ আপোষে পৌঁছানোয় মামলাটি প্রত্যাহার করা হয়।