রাজধানীর বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, ব্রয়লার ও সোনালি মুরগি, চাল এবং সয়াবিন তেলের দাম বেড়ে ক্রেতাদের কষ্ট বেড়েছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেওড়াপাড়া, মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও তেজগাঁওয়ের কলমীলতা বাজার ঘুরে জানা গেছে, দেশি নতুন পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৫০-৬০ টাকায় পৌঁছেছে। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজিতে। পাইকারি ও খুচরা বিক্রেতারা জানিয়েছেন, দেশি পেঁয়াজের সরবরাহ বাড়লেও আমদানির পরিমাণ কমেছে।
ব্রয়লার মুরগি এখন প্রতি কেজি ২০০-২১০ টাকা এবং সোনালি মুরগি ৩২০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। গত এক মাসে এই দাম স্থিতিশীল রয়েছে, যা আগের তুলনায় ৩০-৪০ টাকা বেশি। তবে ফার্মের মুরগির ডিমের দাম তুলনামূলক কম, প্রতিটি ডজন ১২৫-১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
সরকারি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, বর্তমানে খুচরা পর্যায়ে মোটা চাল ৫৪-৫৮ টাকা, মাঝারি চাল ৬০-৬৫ টাকা এবং সরু চাল ৭০-৭৪ টাকায় বিক্রি হচ্ছে। এক মাসে প্রতি কেজি চালে ২-৪ টাকা বৃদ্ধি পেয়েছে।
বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কিছুটা বেড়েছে, তবে ডিলাররা এখনো পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করছেন না। টিসিবি জানিয়েছে, খোলা সয়াবিন তেলের দাম লিটারে ২-৭ টাকা বেড়েছে।
বেসরকারি কর্মী ফারুক হাসান বলেন, “বাজারে সবজি ছাড়া অন্য কোনো পণ্যের দাম কমেনি। এর মধ্যে সরকার নতুন ভ্যাট বৃদ্ধি করেছে। এভাবে ব্যয় বাড়ার চাপ আর নিতে পারছি না।”
নিত্যপণ্যের এই মূল্যবৃদ্ধি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতাদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।