ঢাকা পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম হিসেবে স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে “ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)।” এই বিষয়টি আজ বিসিবির ১৮তম বোর্ড মিটিংয়ের পর নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।
মিটিং শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময়, মিঠু জানান, শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড রাখা হয়েছে। এর আগে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, তার দায়িত্ব গ্রহণের পর বলেছিলেন যে, স্টেডিয়ামের নাম এবং নকশায় কিছু পরিবর্তন আসবে।
এই পরিবর্তন দেশের ক্রীড়াঙ্গনে নামকরণ সংক্রান্ত সাম্প্রতিক ধারাবাহিকতায় এসেছে, যেখানে পূর্ববর্তী সরকার প্রধানের নামকরণ করা কিছু স্থাপনার নাম পরিবর্তন করা হয়। এর মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ সম্প্রতি ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নামকরণ করেছে এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামের নামও ‘জাতীয় স্টেডিয়াম’ হিসেবে বদলেছে।