মঙ্গলবার এক নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ২৮ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। ১১ নভেম্বরের পূর্ববর্তী নির্দেশনা অনুসারে, পুলিশ বাহিনীর কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ও সংগঠনের প্রয়োজন মেটাতে এই পুনর্গঠন চালু হয়েছে।