ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রায় তিন বছর পর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রথমবারের মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন। তিনি মঙ্গলবার এক ব্রিটিশ সাংবাদিক পিয়েরস মরগ্যানের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, “যুদ্ধ বন্ধ করতে যদি পুতিনের সঙ্গে বসতে হয়, আমি প্রস্তুত। মানুষের মৃত্যু আর সহ্য করা যাচ্ছে না।”
জেলেনস্কি আরও বলেছেন, “পুতিনের বিষয়ে আমার মনে কোনো সহানুভূতি নেই, তাকে শত্রু বলেই মনে করি। তবে যদি শান্তির জন্য সংলাপে বসতে হয়, আমি তাতে অংশ নিতে প্রস্তুত।”
এর আগে, শান্তি আলোচনা নিয়ে বিভিন্ন দেশের পক্ষ থেকে আহ্বান জানানো হলেও, জেলেনস্কি তাতে সাড়া দেননি। ২০২২ সালে তিনি একটি প্রেসিডেন্সিয়াল ডিক্রি জারি করেছিলেন, যার মাধ্যমে তিনি ঘোষণা করেন যে যতদিন পুতিন ক্ষমতায় আছেন, ততদিন রাশিয়ার সঙ্গে কোনো শান্তি আলোচনা হবে না। তবে, যুদ্ধের অবসান চাওয়ার কারণে জেলেনস্কি এবার তার অবস্থান পরিবর্তন করেছেন।