২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১২৬ জন বিডিআর সদস্য। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরের মধ্যে তাদের মুক্তি নিশ্চিত করা হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে কারাগারে মুক্তির আদেশ পৌঁছায়। যাচাই-বাছাই শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে ২৪ জন, কারাগার-২ থেকে ৮৯ জন এবং হাইসিকিউরিটি কারাগার থেকে ১৩ জনকে মুক্তি দেওয়া হয়।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহীরা নারকীয় হত্যাযজ্ঞ চালায়। এতে ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান। বিদ্রোহের পর এই ঘটনার তদন্তে দুইটি কমিটি গঠন করা হয়।
হত্যাকাণ্ডের বিচারে ২০১০ সালে দুটি মামলার কার্যক্রম শুরু হয়—একটি হত্যার মামলা এবং অন্যটি বিস্ফোরক আইনের মামলা। তবে বিস্ফোরক মামলার কার্যক্রম একপর্যায়ে স্থগিত থাকে। দীর্ঘ সময় পর মামলাটি নিষ্পত্তির প্রক্রিয়া শুরু হয়, যার অংশ হিসেবে ১২৬ জন সদস্য মুক্তি পেয়েছেন।