২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন।
শনিবার (৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, সাক্ষীদের আগামী সাত দিনের মধ্যে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে বা অনলাইনে সাক্ষ্য দিতে হবে।
তলবকৃতদের মধ্যে রয়েছেন সাবেক সেনাপ্রধান মঈন উ আহমেদ ও আজিজ আহমেদ, সাবেক ডিজিএফআই প্রধান মোল্লা ফজলে আকবর, সাবেক র্যাব মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, এবং আরও কয়েকজন রাজনীতিক ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা।
কমিশন জানিয়েছে, ৩১ মার্চের মধ্যে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সহযোগিতা না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।