বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ হিসেবে ব্রিটিশ পিটার বাটলারকে আরও দুই বছরের জন্য দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত সাবিনা খাতুনদের কোচ থাকবেন তিনি। তবে, ফেডারেশনের এই সিদ্ধান্তে দলের কয়েকজন ফুটবলার মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে।
এতে বিশেষ করে নারী ফুটবলারদের মধ্যে বাটলারের সঙ্গে কিছু দ্বন্দ্বের বিষয়ে আগের আলোচনা পুনরায় উঠে এসেছে। কোচের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল সাফ চ্যাম্পিয়নশিপের সময়, যখন সিনিয়র ফুটবলারদের সঙ্গে তার কিছু বিতর্ক প্রকাশ্যে চলে আসে। যদিও বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হয়ে জয়ী হয়েছিল, তারপরও কোচ-ফুটবলার সম্পর্কের তিক্ততা পুরোপুরি মিটে যায়নি।
অনেকে মনে করছেন, বাটলার শুধুমাত্র তরুণ ফুটবলারদের প্রতি বেশি মনোযোগ দেন এবং অনেক ক্ষেত্রেই অভিজ্ঞ ফুটবলারদের যথাযথ মূল্যায়ন করেন না। সেক্ষেত্রে, কোচের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে অনেকেই তার অধীনে আবার খেলতে চান না।
বাফুফের নতুন সিদ্ধান্তের পর, বেশ কয়েকজন ফুটবলার কোচের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন, তবে ফেডারেশনের সভাপতি এখন বিদেশে থাকায় সরাসরি কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।