উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রেকর্ড গড়ে দুর্দান্ত জয় পেল আর্সেনাল। ডাচ ক্লাব পিএসভি আইন্দোভেনের মাঠে গিয়ে গোলের বন্যা বইয়ে দিয়েছে ইংলিশ ক্লাবটি। ৭-১ গোলের বিশাল জয়ে ইতিহাস গড়েছে গানাররা, যা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্সেনাল। প্রথমার্ধেই ১৩ মিনিটের ব্যবধানে তিনটি গোল পেয়ে যায় তারা। ১৮তম মিনিটে ইউরিয়েন টিম্বার স্কোরশিটে নাম তোলেন। এরপর ২১তম মিনিটে তরুণ প্রতিভা ইথান এনওয়ানেরি দলের হয়ে দ্বিতীয় গোল করেন। ৩১তম মিনিটে মিকেল মেরিনোর গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় গানাররা।
প্রথমার্ধের শেষ দিকে পিএসভি পেনাল্টি থেকে গোল পরিশোধের সুযোগ পায় এবং নোয়া লাঙ গোল করলে স্কোর হয় ৩-১। কিন্তু দ্বিতীয়ার্ধে আরও বিধ্বংসী হয়ে ওঠে আর্সেনাল। ৪৭তম মিনিটে মার্টিন ওডেগার্ড চতুর্থ গোল করেন। মাত্র এক মিনিট পর লিয়ান্দ্রো ত্রোসার্ড ৫-১ করেন। এরপর ৭৩তম মিনিটে আবারও ওডেগার্ড জালে বল পাঠিয়ে ব্যবধান ৬-১ করেন।
ম্যাচের ৮৫তম মিনিটে রিকার্ডো ক্যালাফিওরি দলের সপ্তম গোলটি করেন, যা চ্যাম্পিয়ন্স লিগ নকআউট পর্বে এক ম্যাচে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়ে।
এই বিশাল জয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শক্তির প্রমাণ দিল আর্সেনাল। ইউরোপীয় আসরে তাদের এমন দাপুটে পারফরম্যান্স এবার শিরোপার পথে এগিয়ে যাওয়ার বড় বার্তা দিল।