উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে পিএসজির বিপক্ষে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হয়েছিল জয়ের আশা নিয়ে। কিন্তু দ্বিতীয়ার্ধে মাত্র ৩৭ মিনিটে ৪ গোল হজম করে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে পেপ গার্দিওলার দল। লুইস এনরিকের অধীনে পিএসজি দেখিয়েছে অসাধারণ পারফরম্যান্স, যেখানে তাদের ফুটবলের সৌন্দর্য পুরোপুরি ফুটে উঠেছে।
প্রথমার্ধে গোলশূন্য থাকলেও ম্যাচের গতিপ্রকৃতি ছিল রোমাঞ্চকর। সিটির গোলরক্ষক এদারসন দুইবার প্রতিপক্ষের নিশ্চিত গোল ঠেকিয়ে দেন। অন্যদিকে পিএসজিও সিটির রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হয়। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আক্রমণাত্মক খেলা শুরু করে ম্যানসিটি। ৫০ মিনিটে জ্যাক গ্রিলিশের গোলে এগিয়ে যায় তারা। এর ঠিক ৩ মিনিট পর আর্লিং হালান্ডের গোল তাদের লিডকে দ্বিগুণ করে।
তবে এরপরই শুরু হয় পিএসজির দুর্দান্ত প্রত্যাবর্তন। ৫৬ মিনিটে উসমান ডেম্বেলে গোল করেন বারডলি বারকোলার পাস থেকে। ৬০ মিনিটে বারকোলা নিজেই গোল করে সমতা ফেরান। এরপর পিএসজি দারুণ পাসিং ফুটবল প্রদর্শন করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ৭৮ মিনিটে ভিতিনিয়ার ফ্রি-কিক থেকে হোয়াও নেভেসের চমৎকার হেডে এগিয়ে যায় পিএসজি। ম্যাচের শেষ দিকে গনসালো রামোসের গোল ভিএআরের সাহায্যে নিশ্চিত হলে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় তাদের।
এই হারের ফলে ৭ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২৫তম স্থানে নেমে গেছে ম্যানসিটি। অন্যদিকে, পিএসজি ১০ পয়েন্ট নিয়ে উঠে এসেছে ২২তম স্থানে। নিজেদের শেষ ম্যাচে জয় পেতে হবে সিটিজেনসদের, তবে পরবর্তী রাউন্ডে যেতে অন্য ম্যাচের ফলাফলের ওপরও নির্ভর করতে হবে তাদের।
চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে পৌঁছাবে, আর নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো খেলবে প্লে-অফ। এমন পরিস্থিতিতে ম্যানসিটির বিদায়ের শঙ্কা তাদের সমর্থকদের জন্য বড় এক হতাশা।