পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের পেসার ইহসানউল্লাহ ২৪ ঘণ্টার মধ্যে তার সিদ্ধান্ত পাল্টে ফেলেছেন। পিএসএলে দল না পেয়ে ক্ষোভে চিরতরে টুর্নামেন্টটি বর্জনের ঘোষণা দেওয়ার পর, তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন এবং ক্ষমা চেয়ে বলেছেন, রাগের মাথায় নেওয়া সিদ্ধান্তটি ভুল ছিল।
ইহসানউল্লাহ গত বছর পিএসএলে মুলতান সুলতানসের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন। তিনি ১৪ ম্যাচে ২৩টি উইকেট নেন এবং ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করেন। তবে চোটের কারণে তার গতির কিছুটা ক্ষতি হয় এবং সম্প্রতি তিনি পুনর্বাসন শেষে মাঠে ফিরে এলেও আগের মতো গতির ফর্মে ফিরতে পারেননি। এ কারণে তার কোনো দলও তাকে নেয়নি, যার ফলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
গত কোরবানি ঈদের সময় ১৫ লাখ টাকায় ‘উচ্চবংশীয়’ ছাগল কেনা নিয়ে সামাজিক মাধ্যমে শোরগোল ওঠে। এই ঘটনাই তাকে পিএসএল থেকে অবসর নেয়ার ঘোষণা দিতে প্ররোচিত করে। তবে পরে তিনি সিদ্ধান্ত থেকে সরে এসে ক্ষমা চেয়ে বলেন, রাগের মাথায় তিনি এই ঘোষণা দিয়েছিলেন এবং পিএসএল থেকে অবসর নেয়ার কোনো পরিকল্পনা নেই।
ইহসানউল্লাহ আশাবাদী, “আমি ধীরে ধীরে উন্নতি করতে চাই। আমার গতিতে আরও উন্নতি হবে, এবং পিএসএলে অংশগ্রহণের সুযোগ পাবো।”