পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে এবার ৩০ জন বাংলাদেশি ক্রিকেটার নাম জমা দিয়েছেন। জাতীয় দলের তারকা সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও মাহমুদউল্লাহ রিয়াদের পাশাপাশি আছেন তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন ও হাসান মাহমুদ।
এছাড়া নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, আফিফ হোসেন, শরিফুল ইসলাম ও সাব্বির রহমানসহ আরও অনেকে ড্রাফটে জায়গা পেয়েছেন। জাতীয় দলের বাইরে থাকা নাজমুল হোসেন অপু, রনি তালুকদার এবং রুয়েল মিয়াও ড্রাফটে নাম জমা দিয়েছেন।
ড্রাফট হবে ১১ জানুয়ারি। এবারের পিএসএল আসর শুরু হবে ৮ এপ্রিল এবং শেষ হবে ১৯ মে, করাচিতে। লিগে বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্স দেখার জন্য ভক্তরা অপেক্ষায় আছেন।