বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৫ আসর শুরু হবে আগামী ১১ এপ্রিল। ইতোমধ্যে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে বাংলাদেশের তিন ক্রিকেটার—লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন বিভিন্ন দলে সুযোগ পেয়েছেন। তবে তাদের অংশগ্রহণ নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার ওপর, কারণ একই সময়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজও রয়েছে।
এ বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, এখনো কোনো ক্রিকেটার এনওসির জন্য আবেদন করেননি। শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “তারা এখনো ছুটির জন্য আবেদন করেনি। যখন তারা আবেদন করবে, তখনই আমরা সিদ্ধান্ত নিতে পারব।”
এবারের পিএসএলে বাংলাদেশের তিন প্রতিনিধি ভিন্ন তিন দলে খেলবেন। লিটন দাস করাচি কিংসের হয়ে, নাহিদ রানা পেশোয়ার জালমির হয়ে এবং রিশাদ হোসেন লাহোর ক্যালান্দার্সের হয়ে মাঠে নামবেন। এখন দেখার বিষয়, বিসিবি তাদের এনওসি প্রদান করে কি না, নাকি জিম্বাবুয়ে সিরিজের কারণে তারা পিএসএলে খেলার সুযোগ থেকে বঞ্চিত হন।