বাংলাদেশি ফাস্ট বোলার নাহিদ রানা এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ পেশোয়ার জালমি দলের অংশ হতে যাচ্ছেন। গত বছর পাকিস্তানে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানের বিপক্ষে খেলে নজর কাড়লেও এবার তিনি দলের মধ্যে সতীর্থ হিসেবে যোগ দিতে যাচ্ছেন বাবর আজম ও সাইম আইয়ুবের মতো তারকাদের সঙ্গে।
পিএসএলের দশম আসরের জন্য পেশোয়ার জালমি স্কোয়াডে বেশ কিছু পরিচিত মুখ আছেন। এর মধ্যে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নাহিদ রানা গোল্ড ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন। তাঁর সঙ্গী হিসেবে আছেন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর, ওপেনার সাইম আইয়ুব, দক্ষিণ আফ্রিকার পেস অলরাউন্ডার করবিন বশ এবং পাকিস্তানি উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ হারিস।
বিশ্ব ক্রিকেটের বড় মঞ্চে নিজের দক্ষতা দেখানো নাহিদ রানা এবার পেশোয়ার জালমিতে যোগ দিয়ে নতুন চ্যালেঞ্জে নামবেন। পিএসএলে তার সাফল্য দর্শকদের জন্য বিশেষ আগ্রহের বিষয় হয়ে উঠবে।