২৫ বছর বয়সী সাহসী তরুণী তাহুরা সুলতানা রেখা, যিনি ‘সাগর থেকে হিমালয়’ প্রকল্পের অংশ হিসেবে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত হাঁটার অভিজ্ঞান শুরু করেন, সম্প্রতি তার এই অসাধারণ অভিযানের শেষ গন্তব্য বাংলাবান্ধা জিরো পয়েন্টে পৌঁছেছেন। ২৯ নভেম্বর থেকে শুরু হওয়া তার ক্রস-কান্ট্রি হাইকিং অভিযানে তিনি যমুনা নদী সাঁতরে পার করেন এবং শীতকালীন হিমালয় অভিযানে অংশ নিতে নেপালও ভ্রমণ করেন। ফেসবুকের মাধ্যমে তিনি তার পদযাত্রার সহযাত্রীদের সঙ্গ পেয়ে থাকেন, যারা তাকে অনুপ্রাণিত করেছেন।
চট্টগ্রামের বাঁশখালী এলাকার তাহুরা ছোটবেলা থেকেই চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী ছিলেন এবং দেশের সৌন্দর্য উপভোগের পাশাপাশি মানুষের মধ্যে হাঁটার প্রতি আগ্রহ তৈরি করার উদ্দেশ্যে এই পদযাত্রা শুরু করেন। নিজের খরচে এই যাত্রা সম্পন্ন করেছেন তিনি এবং এ অভিজ্ঞান শেষে এক হাজার কিলোমিটার হাঁটার পর তিনি তার অভিজ্ঞতার কথা শেয়ার করেন।