ঢাকার পান্থপথে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ভবনের বাসিন্দারা নিজেদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ১৫ তলা বিশিষ্ট ভবনটির ১২ তলায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
ভবনটি ১৭ শুক্রাবাদ, পশ্চিম পান্থপথে অবস্থিত এবং এতে পপুলার ফার্মাসিউটিক্যালসের অফিস রয়েছে। আগুন নিয়ন্ত্রণে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
(সূত্র: স্থানীয়দের ভাষ্য ও ফায়ার সার্ভিসের তথ্য)