চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ও পাকিস্তানের অভিযান শেষ হয়েছে হতাশার মধ্য দিয়ে। আজ (বৃহস্পতিবার) রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দুই দলের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় জয়শূন্য থেকেই বিদায় নিতে হলো উভয় দলকে।
তবে বাংলাদেশ কিছুটা স্বস্তি পেতে পারে, কারণ তারা গ্রুপ পর্ব শেষ করেছে পাকিস্তানের ওপরে থেকে। ‘এ’ গ্রুপের তলানিতে অবস্থান করছে পাকিস্তান, আর বাংলাদেশ রয়েছে এক ধাপ উপরে।
বাংলাদেশ ও পাকিস্তান তিনটি করে ম্যাচ খেললেও দুটিতে পরাজিত হয়েছে এবং একটি ম্যাচ বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। ফলে দুই দলেরই সংগ্রহ মাত্র ১ পয়েন্ট করে। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় বাংলাদেশ পেয়েছে তৃতীয় স্থান, আর পাকিস্তান চতুর্থ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। টাইগারদের নেট রানরেট (-০.৪৪৩), যেখানে পাকিস্তানের নেট রানরেট (-১.০৮৭)।
এই গ্রুপের সেরা দুই দল ভারত ও নিউজিল্যান্ড, যারা নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে। গ্রুপের চ্যাম্পিয়ন নির্ধারণে তারা মুখোমুখি হবে নিজেদের শেষ ম্যাচে।