পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রাজনৈতিক স্লোগান ব্যবহারের কারণে ৮ ক্রিকেটারকে আর্থিক জরিমানা করেছে। মোট ৩০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ টাকা।
পেসার আমের জামালকে সবচেয়ে বড় অংকের জরিমানা করা হয়েছে—১৩ লাখ রুপি। তাকে অভিযোগ করা হয়, ২০২৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের সময় তিনি এমন একটি ক্যাপ পরেছিলেন, যার উপর “৮০৪” লেখা ছিল। এটি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের মাঝে একটি রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
অন্যদিকে, সালমান আলী আগা, সাইম আইয়ুব এবং আব্দুল্লাহ শফিককে ৫ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। এই ক্রিকেটাররা ২০২৪ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ চলাকালে টিম হোটেলে দেরি করে ফিরেছিলেন।
এছাড়া, আফ্রিকা সফরের সময় সুফিয়ান মুকিম, আব্বাস আফ্রিদি ও উসমানকেও একই কারণে জরিমানা করা হয়েছে। পিসিবি বলছে, এই ঘটনার মাধ্যমে তারা ক্রিকেট সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছেন এবং জাতীয় দলের সুনাম বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।