কেপটাউনে পাকিস্তানকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা জয়লাভ করেছে টেস্ট সিরিজে। ৫৮ রানের লক্ষ্য সামনে রেখে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় প্রোটিয়ারা। ডেভিড বেডিংহ্যাম এবং এইডেন মারক্রাম উইকেট না হারিয়েই লক্ষ্য অতিক্রম করেন।
প্রথম ইনিংসে পাকিস্তান ছিল পিছিয়ে। দক্ষিণ আফ্রিকা তাদের ৬১৫ রানের বিশাল সংগ্রহের বিপরীতে পাকিস্তান অলআউট হয় মাত্র ১৯৪ রানে। দ্বিতীয় ইনিংসে ৪৭৮ রান সংগ্রহ করলেও পাকিস্তান দলের লিড দাঁড়ায় মাত্র ৫৭ রানে। এরপর, ডেভিড বেডিংহ্যাম ৩০ বলে ৪৭ এবং এইডেন মারক্রাম ১৩ বলে ১৪ রান করে সহজেই জয় নিয়ে মাঠ ছাড়েন।
সিরিজের প্রথম ম্যাচে ৪২১ রানে পিছিয়ে থেকে পাকিস্তানকে ফলোঅন করানো হয়েছিল। দ্বিতীয় ইনিংসে বাবর আজম এবং শান মাসুদের ২০৫ রানের জুটিতে পাকিস্তান কিছুটা প্রতিরোধ গড়লেও, শেষ পর্যন্ত হার মেনে নেয়।
দক্ষিণ আফ্রিকার পক্ষে কাগিসো রাবাদা ৩ উইকেট নেন, মার্কো ইয়ানসেন ২ উইকেট, কেশভ মাহারাজ ৩ উইকেট এবং কিউয়েনা মাপাকা ১ উইকেট দখল করেন। ২-০ ব্যবধানে সিরিজ জয় করে দক্ষিণ আফ্রিকা