বৃষ্টির অশুভ ছায়ায় শেষ হলেও ইংল্যান্ডের সাফল্যের রঙিন অধ্যায়
ক্রীড়া ইতিহাসের এক অনন্য মুহূর্ত, যখন ক্রিকেটের উত্তেজনা মিলিয়ে গেল বৃষ্টির ধারায়। তবে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার ও তার দলের জন্য কোনো বাধাই ছিল না জয় নিশ্চিত করতে। পাঁচ ম্যাচের সিরিজের শেষ টি-টোয়েন্টি, যেখানে মাত্র পাঁচ ওভার খেলা হলো, তাতেই ইংল্যান্ডের সাফল্যের জয়ধ্বনি বেজে উঠল। সিরিজের প্রথম তিন ম্যাচেই জয় নিশ্চিত হয়ে যাওয়ার পর, ক্যারিবিয়ানদের শক্ত প্রতিরোধও কিছুটা ধাক্কা দিতে পারল না। ইংল্যান্ড পেল তাদের কাঙ্খিত সাফল্য, যেখানে সাকিব মাহমুদ, জ্যাকব বেথেল ও ফিল সল্টের দুর্দান্ত পারফরম্যান্স ছিল এই জয়যাত্রার মূল ভিত্তি। বাটলার নিজেও সন্তুষ্ট—”সিরিজ জয়, জয়যাত্রা, এবং সবার অবদান—এবার শুধু আমরা নিজেদের জয়ী দেখছি,” বললেন তিনি। এই জয় ইংল্যান্ডকে শুধু সিরিজ নয়, এক নতুন আত্মবিশ্বাসের দিশা দিলো।