ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ও তরুণ গায়ক শেখ সাদী সম্প্রতি নতুন আলোচনায় এসেছেন। কয়েক বছর আগে পরিচয় হলেও সম্প্রতি তারা একে অপরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। সম্প্রতি, আদালত চত্বরে একসাথে দেখা যাওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন উঠেছে। শেখ সাদী পরীমনির জামিনদার হিসেবে উপস্থিত ছিলেন, যা তাদের সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে।
শেখ সাদী তার গাওয়া গানগুলো পরীমনি ফেসবুকে শেয়ার করছেন, এবং সাদীও তাকে পাল্টা লাভ ইমোজি দিয়ে মন্তব্য করছেন। এই মিষ্টি মজা এবং লাভ ইমোজি দ্বারা অনেকেই ধারণা করছেন, তারা একে অপরের প্রতি বিশেষ অনুভূতি পোষণ করছেন।
তাছাড়া, শেখ সাদী তার ফেসবুক পোস্টে লিখেছেন, “অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না। পরী আমার।” এ পোস্টে পরীমনি মজা করে মন্তব্য করেন, তবে তারা নিজের সম্পর্কের বিষয়টি সরাসরি স্বীকার করেননি।
পরীমনি জানিয়েছেন, “সাদী আমার জীবনে একটি জাদুর মতো! আমি মন খুলে তার সাথে সব কথা শেয়ার করতে পারি। বিপদে সে সব সময় পাশে থাকে, যা জীবনের জন্য আশীর্বাদ।” পাশাপাশি, সাদী বলেছেন, “পরীমনির সঙ্গে অনেক আগে থেকেই পেশাগত সম্পর্ক ছিল, এবং তার অনেক ইতিবাচক গুণ রয়েছে।”
পরীমনি ও সাদীর সম্পর্ক নিয়ে পুরো ঢালিউড ও সংগীতাঙ্গনে চলছে নানা আলোচনা, তবে তারা নিজেদের সম্পর্কের বিষয়ে নির্দিষ্ট কিছু বলেননি।