বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ দীর্ঘদিন ধরেই ব্যাটিং অর্ডারের দোলাচলে রয়েছেন। কখনো ওপেনার, কখনো চার নম্বরে, আবার কখনো সাত-আট নম্বরে—দলের প্রয়োজনে তাকে বিভিন্ন পজিশনে খেলতে হয়েছে। কিন্তু এবার তিনি এ অবস্থার পরিবর্তন চান।
সম্প্রতি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মিরাজ জানান, তিনি আর ব্যাটিং অর্ডারের পরীক্ষা-নিরীক্ষার শিকার হতে চান না। বরং একটি নির্দিষ্ট পজিশনে ব্যাট করার সুযোগ চান, যাতে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে পারেন।
মিরাজ বলেন, ‘বাংলাদেশ দলে আমার মতো এতবার ব্যাটিং অর্ডার পরিবর্তন করা হয়েছে, এমন আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। কখনো ওপেনার, কখনো মিডল অর্ডার, আবার কখনো লোয়ার অর্ডারে খেলতে হয়েছে। তবে আমি মনে করি, আমাকে নির্দিষ্ট একটি পজিশনে সেট করা উচিত। এতে আমি আরও ভালো খেলতে পারব এবং দলও উপকৃত হবে।’
এলোমেলো ব্যাটিং পজিশনের পেছনে নিজের ‘না’ বলতে না পারার মানসিকতাকে দায়ী করেন তিনি। মিরাজ বলেন, ‘আমি কখনো না বলতে পারি না, এটাই আমার সমস্যা। শুধু ক্রিকেটে নয়, ব্যক্তিগত জীবনেও আমি এমনটাই করি। তবে এবার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আমি কোচ, অধিনায়ক ও বোর্ড সভাপতির সঙ্গে কথা বলেছি। এখন তারা কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার বিষয়।’
চার নম্বর পজিশনে নিজেকে মানিয়ে নিতে পেরেছেন বলেও মনে করেন মিরাজ। তিনি বলেন, ‘এই পজিশনে আমি চারটি ইনিংস খেলেছি, যেখানে তিনটিতে ৭০-এর বেশি রান করেছি। আমি মুশফিক ভাইয়ের (মুশফিকুর রহিম) কাছ থেকে অনেক পরামর্শ নিয়েছি। তিনি দীর্ঘদিন এই পজিশনে খেলেছেন এবং দারুণ সফল ছিলেন। আমি বিশ্বাস করি, আমিও এখানে ভালো করতে পারব।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার ব্যাটিং পজিশন স্থায়ী হতে পারে কি না, সেটি সময়ই বলে দেবে। তবে মিরাজের চাওয়া একটাই—দলের পরীক্ষাগারের অংশ না হয়ে একটি স্থায়ী জায়গা পাওয়া, যেখানে তিনি নিজের সেরাটা দিতে পারবেন।