বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াকে নিয়ে এক সময় অনাকাঙ্ক্ষিত প্রশ্ন করেছিলেন ইউটিউবার রণবীর আল্লাবাদিয়া। সেই ঘটনায় প্রিয়াংকা তার স্পষ্ট জবাবে রণবীরকে ধমক দিতে পিছপা হননি। সম্প্রতি ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এ এক প্রতিযোগীর পরিবার নিয়ে বিতর্কিত মন্তব্য করায় রণবীরের বিরুদ্ধে তীব্র সমালোচনা চলছে। এই প্রসঙ্গে উঠে এসেছে তার পুরোনো এক বিতর্কিত প্রশ্নের ঘটনা।
বছর দেড়েক আগে প্রিয়াংকা চোপড়া অতিথি হিসেবে রণবীরের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। সেখানে রণবীর তাকে প্রশ্ন করেন, “আপনি এত খ্যাতির পরও কি পারিবারিক অনুষ্ঠানে যান?”
প্রিয়াংকা এই প্রশ্ন শুনেই বিরক্ত হন এবং কড়া জবাবে বলেন, “তুমি কি বলতে চাও, খ্যাতি পাওয়ার পর আমি ভাইয়ের বিয়েতে নাচবো না? পরিবার সবার আগে। খ্যাতি আমার পেশার অংশ, তবে সেটি কখনোই আমার পরিবারের চেয়ে গুরুত্বপূর্ণ নয়।”
প্রিয়াংকা সবসময়ই তার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। কিছুদিন আগেও ভাই সিদ্ধার্থের বিয়েতে স্বামী নিক জোনাস ও শ্বশুরবাড়ির লোকজনসহ উপস্থিত ছিলেন তিনি। শুধু তাই নয়, ভ্রাতৃবধূর পোশাক ঠিক করা থেকে শুরু করে বরযাত্রীদের সঙ্গে নাচ— সবকিছুতেই ছিলেন প্রাণবন্ত।
বর্তমানে রণবীর আল্লাবাদিয়ার সাম্প্রতিক মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে। নেটিজেনদের অনেকেই বলছেন, তার আগেও বিতর্কিত মন্তব্যের নজির রয়েছে, আর প্রিয়াংকার সঙ্গে সেই ঘটনাই তার প্রমাণ।