বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজটি পাকিস্তানের জন্য দুঃস্বপ্ন হয়ে থাকল। প্রথম টেস্টে হার দিয়ে সিরিজ শুরু করে দ্বিতীয় টেস্টেও ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে শান মাসুদের দল। এই হারই শেষ নয়, মন্থর গতির ওভার করার কারণে আইসিসির শাস্তির মুখেও পড়েছে পাকিস্তান।
দ্বিতীয় টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে পাঁচ ওভার কম করায় পাকিস্তানের পাঁচ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে এবং পুরো দলের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এই শাস্তির ফলে চ্যাম্পিয়নশিপ টেবিলে পাকিস্তানের পয়েন্ট দাঁড়িয়েছে মাত্র ২৪.৩১ শতাংশ, যা তাদের অবস্থান নামিয়ে এনেছে অষ্টম স্থানে।
কেপটাউন টেস্টের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের নেতৃত্বে এই শাস্তি নির্ধারণ করা হয়। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ অভিযোগ স্বীকার করায় কোনো আনুষ্ঠানিক শুনানি হয়নি। নিয়ম অনুযায়ী, প্রতি ওভারের জন্য একটি পয়েন্ট এবং ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়।
এর আগেও দুইবার মন্থর গতির ওভারের কারণে পয়েন্ট হারিয়েছে পাকিস্তান। ২০২৩ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে এবং ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে পয়েন্ট কাটা হয়। এসব মিলিয়ে চলতি চক্রে তিনবার শাস্তির কবলে পড়ল পাকিস্তান।
পরপর এমন শাস্তি এবং পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের ভবিষ্যৎ আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। দক্ষিন আফ্রিকার বিপক্ষে এই সিরিজ তাদের জন্য শুধু হতাশাই নয়, শিক্ষাও হয়ে থাকবে।