সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ নারী ফুটবল দল একই ব্যবধানে পরাজিত হয়েছে। আজ দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ১-৩ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজের মেয়েরা। আগের ম্যাচেও একই স্কোরলাইনে হেরেছিল দল।
প্রথমার্ধেই দুই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ, যা আগের ম্যাচের পুনরাবৃত্তি। অধিনায়ক আফিদা খন্দকার দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে এক গোল শোধ করলেও ততক্ষণে আরব আমিরাতের দল তিনটি গোল করে এগিয়ে যায়।
এই সফরে সাফ চ্যাম্পিয়ন হওয়া ১৬ জন অভিজ্ঞ ফুটবলার ছিলেন না। নতুন খেলোয়াড়দের নিয়ে ব্রিটিশ কোচ বাটলার দল সাজিয়েছিলেন এবং ফলাফল যাই হোক, তিনি দলটির পারফরম্যান্সে সন্তুষ্ট। ম্যাচ শেষে তিনি বলেন, “আমি শুধু জয় চাই না, উন্নয়ন চাই। এই সফর বাংলাদেশের ফুটবলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল।”
বাটলার পুরো সফরে ২৩ জন ফুটবলারকে পরখ করেছেন এবং তাদের মানসিকতা দেখে খুশি, “প্রতিপক্ষের শারীরিক শক্তি ও সুবিধা আমাদের চেয়ে ভালো, তবে মানসিক শক্তিতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। মেয়েদের লড়াকু মনোভাব দেখে আমি গর্বিত। এদের মধ্যেই রয়েছে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ।”
দুটি ম্যাচে ছয় গোল হজম করলেও দলের উন্নতির ব্যাপারে আশাবাদী এই ব্রিটিশ কোচ। এখন দেখার বিষয়, এই অভিজ্ঞতা ভবিষ্যতে বাংলাদেশ নারী ফুটবলের অগ্রযাত্রায় কীভাবে কাজে আসে।