ফেনীর পরশুরামের নিজ কালিকাপুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় এক সুদানের নারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার গভীর রাতে টহল দলের অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আটক নারীর নাম ইসলাম আবদেল রাহিম (৩৬)। তিনি সুদানের কার্টাম বেরি এলাকার বাসিন্দা। বিজিবির ভাষ্যমতে, তিনি সুদান থেকে ভারতে এসে কয়েক দিন অবস্থান করেন। পরে দালালের মাধ্যমে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেন। তাঁর কাছ থেকে ইউএস ডলার, ভারতীয় রুপি, পোশাক ও মুঠোফোনসহ দুটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, আটক নারীকে সোমবার সকালে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, “পরশুরাম সীমান্ত দিয়ে মানব পাচারের একটি চক্র সক্রিয় রয়েছে। এর আগে এখান থেকে নাইজেরিয়া ও ইথিওপিয়ার নাগরিকও গ্রেপ্তার হয়েছে।”
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম জানান, সুদানের এই নারীর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা করা হয়েছে এবং তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
সীমান্ত এলাকায় এ ধরনের অবৈধ কার্যক্রম ও মানব পাচারের ঘটনা থামাতে বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও তৎপরতার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।