ইসরায়েলি কড়াকড়ি উপেক্ষা করে পবিত্র রমজানের প্রথম জুমায় জেরুজালেমের মসজিদ আল-আকসায় নামাজ আদায় করেছেন প্রায় ৯০ হাজার ফিলিস্তিনি। অধিকৃত পশ্চিম তীর থেকে আসা ফিলিস্তিনিদের জন্য ইসরায়েল নির্দিষ্ট বয়সসীমার শর্ত আরোপ করলেও বিপুলসংখ্যক মানুষ জুমার নামাজে অংশ নেন।
সম্প্রতি পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান বাড়লেও শুক্রবারের নামাজে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। দীর্ঘ এক বছর পর ফিলিস্তিনিরা আল-আকসায় প্রবেশের সুযোগ পেলেন, যা গত রমজানে নিষিদ্ধ ছিল। ২০২৩ সালের অক্টোবরের যুদ্ধের পর থেকে ইসরায়েল জেরুজালেমে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে সাম্প্রতিক যুদ্ধবিরতির ফলে এবার ফিলিস্তিনিরা সেখানে নামাজ আদায় করতে সক্ষম হয়েছেন।